Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get the key service

 নং

বিভাগ

সেবা সমূহ/ সেবার ধরণ

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা

সেবা পাবার তথ্য

সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

০১

 

 

 

 

 

 

জেলা মার্কেটিং অফিস

 

সদর বাজারের বাজার দর তথ্য

জেলা বাজার কর্মকর্তা

 

সদর বাজারের খুচরা ও পাইকারী দৈনিক বাজার দর ও সাপ্তাহিক বাজার দর তথ্য

 

অফিস সময় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

পঞ্চগড়

 

                                                 

 

০২

কৃষকপ্রাপ্ত বাজার দর

জেলা প্রধান ২টি ফকিরগঞ্জ ও বোদা বাজরের কৃষকপ্রাপ্ত ও মৌসুমী ফসলের বাজার দর তথ্য

অফিস সময় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

০৩

চাহিদা পত্র অনুযায়ী

সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত সংস্থার চাহিদা পত্র অনুযায়ী স্থানীয় চলতি বাজার দর তথ্য।

পত্র প্রাপ্তি ৫ কার্য দিবসের মধ্যে

০৪

বাজার নিয়ন্ত্রণ

কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ আইনের আওতায় সকল প্রজ্ঞাপিত বাজারের কৃষি পণ্যের বাজারকারবারীদের নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়ন।

আবেদন পত্রের ১৫ কার্যদিবসের মধ্যে।

০৫

অন্যান্য সেবা

জেলা হিমাগারের আলু সংরক্ষণ ও খালাসের তথ্য

আলু সংরক্ষণ ও খালাসের মৌসুমে ৫ কার্যদিবসের মধ্যে।